Wednesday, August 26, 2020

বিদেশে অবস্থানরত সাত ব্যক্তিকে সাতক্ষীরা জেলা যুবদলের কমিটি থেকে অব্যাহতি https://ift.tt/eA8V8J

বিদেশে অবস্থানরত সাত ব্যক্তিকে সাতক্ষীরা জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

২৫ আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদার দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

দলীয় প্যাডে দেয়া ওই চিঠি সাতক্ষীরা জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর দেয়া হয়েছে।

অব্যাহতি দেয়া সাতক্ষীরা জেলা যুবদলের সদ্য ঘোষিত কমিটির ব্যক্তিরা হলেন: ১. রবিউল ইসলাম, সহ-সভাপতি (ইতালি প্রবাসী), ২. মনসুর আলী, সহ-সভাপতি (মালয়েশিয়া প্রবাসী), ৩. মাহবুবুর রহমান মন্টু, যুগ্ম-সাধারণ সম্পাদক (ইতালি প্রবাসী), ৪. হযরত আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক (ইতালি প্রবাসী), ৫. মাসুদুল আলম তাজু, যুগ্ম-সাধারণ সম্পাদক (মালয়েশিয়া প্রবাসী), ৬. জি এম মোখলেসুর রহমান বাবলু, সহ-সাধারণ সম্পাদক (মালয়েশিয়া প্রবাসী) ও ৭. জোয়ারদার ফারুক হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক (মালয়েশিয়া প্রবাসী)।

বিদেশে অবস্থানরত ব্যক্তিদের কমিটি থেকে অব্যাহতির ঘোষণা দিয়ে ওই চিঠিতে বলা হয়েছে, ‘সাতক্ষীরা জেলা যুবদলের সদ্য ঘোষিত পূর্ণাঙ্গ কমিটির বিভিন্ন পদে থাকা ব্যক্তি যারা বর্তমানে বিদেশে কর্মরত আছেন এরূপ ব্যক্তিদের আপনারা বিভিন্ন পদে পদায়ন করেছেন যা সংগঠনের সিদ্ধান্তের পরিপন্থি হিসেবে বিবেচিত। এমতাবস্থায় ওই (সাত জন) পদধারী ব্যক্তিদের সংগঠন থেকে অব্যাহতি প্রদান করা হলো।’

চিঠিতে আরো বলা হয়েছে, ‘জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ইতোমধ্যে এ আদেশ কার্যকর করেছেন।’

স্থানীয় দলীয় সূত্রে জানা গেছে, অব্যাহতি দেয়া ব্যক্তিদের মধ্যে মনসুর আলীর বাড়ি কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নে। তিনি মালয়েশিয়া অবস্থান করেই সাতক্ষীরা জেলা যুবদলের সহ-সভাপতির দায়িত্ব পান।
দলীয় সূত্রটি আরো জানায়, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে হেলাতলা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। তখনো একপ্রকার মালয়েশিয়া অবস্থান করেই দলীয় মনোনয়নে চূড়ান্ত হলে স্থানীয় বিএনপি’র শীর্ষ পর্যায়ের অনেক নেতৃবৃন্দ বিস্মিত হয়েছিলেন। তবে কেন্দ্রীয় বিএনপি’র প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের ‘কাছের লোক’ হওয়া সত্বেও মনসুর আলীকে প্রার্থী হিসেবে মেনে নিতে পারেন নি হেলাতলা ইউনিয়ন বিএনপি’র শীর্ষ পদধারী নেতারা। তারা প্রকাশ্যে অপর স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোয়াজ্জেম হোসেনের পক্ষে নির্বাচন করেন। ফলশ্রুতিতে বিএনপি’র ধানের শীষ প্রতীকের প্রার্থী মনসুর আলীর ভরাডুবি হয়।

তারা আরো জানান, কলারোয়ার বিএনপি’র রাজনীতিতেও মনসুর আলীকে বিগত দিনে অনেকেই চিনতো না, জানতো না। মালয়েশিয়ায় প্রবাসী বিএনপি’র ঘরোয়া রাজনীতির সাথে সম্পৃক্ত থাকার সুবাদে ও অর্থ ব্যয়ের সুযোগে দেশের অনেক নেতার কাছে পৌঁছাতে সক্ষম হন তিনি। মূলত সেটির ফলশ্রুতিতে বিগত হেলাতলা ইউপি নির্বাচনে বিএনপি’র মনোনয়ন আর সাতক্ষীরা জেলা যুবদলের সহ-সভাপতির পদ পাওয়া।

তবে বিদেশে অবস্থানরত ব্যক্তিদের সাতক্ষীরা জেলা যুবদলের কমিটি থেকে অব্যাহতি দেয়ার ঘটনাকে ইতিবাচক হিসেবে দেখছেন দলটির কলারোয়ার অনেক নেতৃবৃন্দ।

আরিফ মাহমুদ, নিজস্ব প্রতিনিধি:

The post বিদেশে অবস্থানরত সাত ব্যক্তিকে সাতক্ষীরা জেলা যুবদলের কমিটি থেকে অব্যাহতি appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2YAe3S2

No comments:

Post a Comment