Tuesday, August 25, 2020

দেবহাটায় মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলার অভিযোগ https://ift.tt/eA8V8J

দেবহাটা ব্যুরো: দেবহাটার চররহিমপুরে এক মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সদস্যদের উপর হামলার অভিযোগ উঠেছে। এবিষয়ে উক্ত মুক্তিযোদ্ধা বাদি হয়ে দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সুত্রে জানা গেছে, চররহিমপুর গ্রামের মৃত ইমাম উদ্দীন সরদারের ছেলে মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ সরদার (৭২) এর রেকর্ডীয় জমির উপর দিয়ে জোরপূর্বক ইট সোলিং রাস্তা করতে বাঁধা দেওয়ায় তাদের উপর এ হামলা চালানো হয়।

জানা গেছে, সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে চররহিমপুর গ্রামের মৃত বাহাদুর সরদারের ছেলে মোহাম্মাদ আলী সরদার, মোহাম্মাদ আলীর ছেলে আরশাদ আলী সরদার মৃত সাবুরালী সরদারের ছেলে আহম্মদ আলী এবং মৃত সাবুরালী সরদারের ছেলে আশিকুর রহমান তার জমির উপর দিয়ে জোরপূর্বক ইট সোলিং করার চেষ্ঠা চালায়। এসময় মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ বাঁধা দিলে তাকে এবং তার স্ত্রী আঞ্জুয়ারা খাতুনকে শারীরিকভাবে লাঞ্চিত করে। একই সাথে প্রাননাশের হুমকিও দেয় তারা। পরে ওই মুক্তিযোদ্ধা নিজের ও পরিবারের নিরাপত্তার স্বার্থে সোমবার রাতে দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা জানান, একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

The post দেবহাটায় মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলার অভিযোগ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2YxkuW1

No comments:

Post a Comment