তৌফিক জহুর
ভোরের আলোয় চোখ মেলি একটা নরম ছোঁয়ায়
আমার কপালে চুমু দেয় তোমার আভাময় ঠোঁট
শিহরিত শিহরণে জেগে আমি তাকিয়ে শুনি
পাখির গান আর মোরগের কুক্কুর আওয়াজ,
ঘোরলাগা চোখে তাকিয়ে দেখি পাতার ঝিরিঝিরি শব্দ
প্রেম অক্ষরগুলো লতিয়ে ওঠে আলোর এবাদতে
নিখিল চরাচরে জয়ধ্বনি করে সকল সৃষ্টি
এ এক অদ্ভূত জ্যামিতিক নকশায়
নন্দনের পারিজাতের গন্ধ এসে
জাগিয়ে তোলে অনুভূতির ওম।
আপন কক্ষপথের ভেতর সকল গ্রহ যেমন ঘুরপাক খায়
আমিও ঘুরতে থাকি আমার প্রেমময় পথে
জানি আমার পথের শেষে দাঁড়িয়ে আছো তুমি।
কাঁঠাল চাঁপার গন্ধ আমাকে টেনে নিয়ে যায়
তোমার আঙিনায়, যেখানে ফুটে আছে আটশত গোলাপ।
তোমাকে ছুঁয়ে দিলেই হয়ে যাও মায়া
আমি মায়াকে মাদুলিতে বেঁধে সামনে এগোতে থাকি
মায়া উড়তে থাকে মায়াবী পালকের ডানায় ভেসে…
‘এ জন্মের দূরত্বটা পরের জন্মে ঘুচিয়ে দিবো …’
The post মায়া appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/31h06dk
No comments:
Post a Comment