Sunday, August 23, 2020

বেনাপোল ধান্যখোলা সীমান্তে মাদকের চালানসহ ৫ চোরাকারবারী আটক https://ift.tt/eA8V8J

বেনাপোল (যশোর) প্রতিনিধি: বেনাপোল ধান্যখোলা সীমান্ত এলাকা থেকে মাদকের চালানসহ ৫ মাদক চোরাকারবারীকে আটক করেছে প্রশাসনের সদস্যরা। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৭৩ বোতল ভারতীয় মদ।

আটককৃতদের বাড়ি বেনাপোল ধান্যখোলা গ্রামে। বিজিবি ও পুলিশ জানায়, রবিবার সকালে বেনাপোল ধান্যেেখালা সীমান্ত এলাকা থেকে ধান্যখোলা বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার শহীদের নের্তৃত্বে একদল বিজিবি অভিযান চালিয়ে মোহাম্মদ ্অলীকে ৭৩ বোতল মদসহ আটক করে পোর্ট থানায় সোপর্দ করা হয়। ৫জনের নামে মাদক আইনে মামলা দেয় বিজিবি। পরে থানা পুলিশ অভিযুক্ত আসামী লিয়াকত, রফিকুল, মনিরুল ও বরকত আলীকে আটক করে মাদক আইনে যশোর জেলহাজতে প্রেরণ করেন।

The post বেনাপোল ধান্যখোলা সীমান্তে মাদকের চালানসহ ৫ চোরাকারবারী আটক appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2YuxJ9T

No comments:

Post a Comment