Sunday, August 23, 2020

আশাশুনির হিমখালী-কোলাতলা খালে বাঁধে পাইপ স্থাপন https://ift.tt/eA8V8J

আশাশুনি ব্যুরো: আশাশুনির হিমখালী-কোলাতলা খালে বাঁধে পাইপ স্থাপন করে জলাবদ্ধতা নিরসনের ব্যবস্থা করা হয়েছে। রোববার উপজেলার বুধহাটা ইউনিয়ন, বোড়ামারা বিল, সূর্যখালী বিল, চাপড়া, মাদ্রা, বুড়–রচক, তুষখালীসহ পাশর্^বর্তী ফিংড়ী ইউনিয়নের অংশ বিশেষ এলাকা পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা নিরসনে ফসল ও মৎস্য ঘের ঝুঁকিতে রয়েছে।

 

এসব এলাকার পানি বিভিন্ন স্লুইস গেট দিয়ে নিষ্কাশনের জন্য পাইপ বসানোর উদ্যোগ গ্রহণ করেন ব্লুগোল্ডের আওতাধীন বিভিন্ন স্লুইস গেট ব্যবস্থানা কমিটির নেতৃবৃন্দ। তারা বুধহাটা ইউনিয়নের হিমখালী-কোলাতলা খালে ৫টি পাইপ বসানোর উদ্যোগে নেন এবং রোববার পাইপ স্থাপনের কাজ সম্পন্ন করে পানি নিষ্কাশন কাজ শুরু করেন।

কাজে নেতৃত্ব দেন আমোদখালী স্লুইস গেট কমিটির সভাপতি ফিংড়ী ইউপি চেয়ারম্যান শামছুর রহমান, মহেশ^রকাটি স্লুইস এ্যাসোসিয়েশনের সভাপতি ভবেন্দ্র নাথ সরকার ও সাধারণ সম্পাদক শেখ মোনায়েম। এ সময় বুধহাটা ইউপি চেয়ারম্যান, মোছাদ্দেক বুধহাটা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোকাররম হোসেন, সমাজ সেবক জাহাঙ্গীর হোসেনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

The post আশাশুনির হিমখালী-কোলাতলা খালে বাঁধে পাইপ স্থাপন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2CQ3DWG

No comments:

Post a Comment