দেবহাটা ব্যুরো: কিশোরী প্রতিবন্ধীদের প্রতিবন্ধিতা এবং বয়:সন্ধিকালীন সমস্যা, মাসিক ব্যবস্থাপনা, পরিষ্কার-পরিছন্নতা, গর্ভকালীন যতœ ও ঝুঁকি এবং যৌন হয়রাণি বিষয়ক সচেতনতায় কিশোরীর অভিভাবকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বে-সরকারি প্রতিষ্ঠান নারী কন্ঠ উন্নয়ন সংস্থার কিশোরী প্রজেক্টের আয়োজনে ডিআরআরএ’র সহযোগীতায় নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ, ডিআরআরএ’র ট্রেনিং সেন্টারে দিনব্যাপী পৃথক পৃথক ৩টি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষন কর্মশালায় প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন আরিফা খাতুন ও তপসি দাস, হাদিপুর ডিআরআরএ’র প্রশিক্ষণ কেন্দ্রের মাজেদা খাতুন, হাসিনা পারভীন, সায়েমা খাতুন ও জেসমিন পারভীন।
প্রশিক্ষণটি বাস্তবায়নে সার্বিক সহযোগীতায় ছিলেন কিশোরী প্রজেক্টের উপজেলা সুপারভাইজার নজিফা খাতুন ও কো-অডিনেটর মুজিবর রহমান। দিনব্যাপী এই প্রশিক্ষণে উপজেলার ৫টি ইউনিয়নের মোট ৭৫জন কিশোরী প্রতিবন্ধীর অভিভাবকদের দায়িত্ব সম্পর্কে সচেতন করা হয়।
The post দেবহাটায় কিশোরী প্রতিবন্ধীর অভিভাবকদের প্রশিক্ষণ appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2FPbsNC
No comments:
Post a Comment