Friday, August 21, 2020

একাদশে ভর্তির আবেদন সাড়ে ১৩ লাখ https://ift.tt/eA8V8J

২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করেছে প্রায় সাড়ে ১৩ লাখ শিক্ষার্থী। গত ৯ই আগস্ট আবেদন শুরুর পর গতকাল বৃহস্পতিবার রাতে প্রথম পর্যায়ের আবেদন শেষ হয়।

এবার শুধু অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন নেয়া হয়েছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সহায়তায় ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ভর্তির কাজ হচ্ছে। ঢাকা বোর্ডের জ্যেষ্ঠ সিস্টেম অ্যানালিস্ট মঞ্জুরুল কবীর জানান, ১৩ লাখ ৪২ হাজারের বেশি শিক্ষার্থী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির জন্য অনলাইনে আবেদন করেছেন।

দ্বিতীয় পর্যায়ের শেষে যাচাই-বাছাইয়ের পর ফল প্রকাশ করা হবে আগামী ২৫শে আগস্ট। দ্বিতীয় পর্যায়ের আবেদন ৩১শে আগস্ট থেকে শুরু হয়ে চলবে ২রা সেপ্টেম্বর পর্যন্ত। আর তৃতীয় পর্যায়ের আবেদন চলবে ৭ ও ৮ই সেপ্টেম্বর।

এবছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ জন উত্তীর্ণ হয়। মোট জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৩৫ হাজার ৮৯৮ জন। একাদশ শ্রেণিতে সারা দেশে ভর্তির আসন আছে প্রায় ২২ লাখ।।

The post একাদশে ভর্তির আবেদন সাড়ে ১৩ লাখ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3l52r38

No comments:

Post a Comment