গত কয়েক দিনের টানা বর্ষণে এবং অমাবস্যার প্রবল জোয়ারে বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করায় আবারও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সাতক্ষীরার উপকূলের চারটি ইউনিয়ন। আশাশুনি উপজেলার প্রতাপনগর ও শ্রীউলা ইউনিয়ন এখন পানিতে ভাসছে। মানুষের নিরাপত্তার স্বার্থে আশাশুনির প্রতাপনগর, শ্রীউলা ও শ্যামনগরের গাবুরা এবং পদ্মপুকর ইউনিয়ন গত বৃহস্পতিবার (২০ আগস্ট) থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন।
শ্রীউলা ইউনিয়নের পুঁইজালা গ্রামের তরুণ কান্তি সরকার বলেন, বুধবার থেকে বৃষ্টি শুরু হয় এবং অমাবস্যার কারণে নদীতে পানি বৃদ্ধি পেয়ে আম্পানে ভেঙে যাওয়া বাঁধগুলোতে দেওয়া রিংবাঁধগুলো ভেঙে পুরো এলাকায় পানি থই থই করছে। ২২টি গ্রাম পানিতে তলিয়ে গেছে কোথাও একটু দাঁড়াবার জায়গা নেই। অনেকের ঘরের মধ্যে মধ্যে পানি, ফলে অনেক পরিবার না খেয়ে জীবন যাপন করছে। এর মধ্যে বৃহস্পতিবার থেকে পুরো ইউনিয়নে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
শ্রীউলা ইউনিয়নের মাড়িয়ালা গ্রামের গোপাল সরকার বলেন, ঘরের মধ্যে পানি রান্না করার জায়গা নেই। এতদিন রাইস কুকারে রান্না করে খাচ্ছিলাম। গত বৃহস্পিবার থেকে বিদ্যুৎ নেই। সেকারণে দুই দিন ধরে শুকনো খাবার খাচ্ছি। খুব কষ্টের মধ্যে দিন কাটছে। চারদিকে পানি থই থই করছে।
আশাশুনির প্রতাপনগর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন বলেন, মানুষর নিরাপত্তার স্বার্থে গত বৃহস্পতিবার থেকে আমার ইউনিয়নের একটি এলাকা ছাড়া পুরো ইউনিয়ন বিদ্যুৎ বিচ্ছিন্ন আছে। বিদ্যুৎ দেওয়ার সুুযোগ নেই। আমার ইউনিয়ন আম্পানের পর থেকে ডুবে ছিল কিছু এলাকা। কুড়িকাহুনিয়া পয়েন্টের রিংবাধ ভেঙে ও পাশের একাধিক পয়েন্ট ছাপিয়ে ইউনিয়নের ২১টি গ্রামের ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। এখানের ৪০ হাজার মানুষের ৩৬ হাজার মানুষ এখন পানিবন্দি।
সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী সন্তোষ কুমার সাহা বলেন, বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় জনগণের নিরাপত্তার স্বার্থে স্থানীয় দুই এমপি, জেলা প্রশাসক এবং আরইবির সঙ্গে কথা বলে উপকূলের চারটি ইউনিয়নের বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে। গত বৃহস্পতিবার থেকে আশাশুনির প্রতাপনগর ও শ্রীউলা ইউনিয়ন এবং শ্যামনরের গাবুরা এবং পদ্মপুকুর ইউনিয়ন বিদ্যুৎ বিচ্ছিন্ন আছে। পানি না সরলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা সম্ভব হবে না।
The post বাঁধ ভেঙে প্লাবিত হওয়ায় সাতক্ষীরার ৪ ইউনিয়ন বিদ্যুৎ বিচ্ছিন্ন appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3aP0KSx
No comments:
Post a Comment