Monday, November 2, 2020

কেরালকাতা ইউপি সদস্যকে লাঞ্ছিতের প্রতিবাদে সমাবেশ https://ift.tt/eA8V8J

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ার কেরালকাতা ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওসমান গণিকে লাঞ্ছিতের ঘটনায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার বিকাল ৫টায় কেরালকাতার সিংগা বাজারে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কেরালকাতা ইউনিয়ন আ’লীগের সভাপতি মাস্টার হাফিজুর রহমান, ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি আব্দুর রউফ আ’লীগ নেতা ফারুক আহমেদ মন্টু, লীগনেতা ডা. ফজলুর রহমান, সিনিয়র সদস্য, ৮নং ওয়ার্ড সভাপতি মফিজুর রহমান, আ’লীগ নেতা ফজলুল করিম, আহাদ আলী, আজগার ঢালী, যুবলীগ নেতা শিমুল, রবিউল প্রমুখ।
বক্তারা বলেন, কেরালকাতা ইউনিয়নের ইউপি সদস্য ও ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক ওসমান গনীকে কাজিরহাট বাজারে চেয়ারম্যান স ম মোরশেদ আলী ভিপির আশ্রয়দাতা জামাত শিবির ও বিএনপির কর্মীদের দিয়ে আ’লীগের কেরালকাতা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদকের গায়ে হাত তুলেছে আমরা কেরালকাতা ইউনিয়ন আ’লীগের পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। আর যদি কোন কর্মি ও সমর্থকের গায়ে হাত দেওয়া হয় তাহলে আমরা আর কোন ছাড় দেবনা বলে হুশিয়ারি উচ্চারণ করেন বক্তারা।

The post কেরালকাতা ইউপি সদস্যকে লাঞ্ছিতের প্রতিবাদে সমাবেশ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3ejnfRg

No comments:

Post a Comment