বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, খুলনার ফুলতলা উপজেলার জামিরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, লন্ডন প্রবাসী ড. মামুন রহমান (৮২) আর নেই। সোমবার (২৩ নভেম্বর) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। লন্ডনে বসবাসকারী ড. মামুন রহমান পেশায় একজন উচ্চ শিক্ষিত চার্টার্ড একাউন্টেন্ড হলেও মানুষের সেবায় সুদুর লন্ডন থেকে নিজ এলাকায় জামিরার জনগনের অনুরোধে চেয়ারম্যান নির্বাচন করে বিপুল ভোটে নির্বাচিত হয়ে জনসেবায় মননিবেশ করে ছিলেন। তিনি ডুমুরিয়া-ফুলতলা তথা জনতার এক আন্দোলনে দলের নেতাকর্মীদের পাশে থাকায় স্বৈরাচারী সরকার তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে এবং দেশে ফিরতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তারপরও তিনি একাদশ সংসদ নির্বাচনে খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে বিএনপির প্রার্থী হতে এবং ডুমুরিয়া-ফুলতলার জনসাধারণের পাশে থাকতে গ্রেপ্তার আতঙ্ককে উড়িয়ে দিয়ে লন্ডন থেকে এসে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে দলীয় মনোনয়ন গ্রহন করে, অত:পর জমা দিলেও শরীক দলের প্রার্থীর কারনে দলীয় সিদ্ধান্তে মনোনয়ন প্রত্যাহার করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বিএনপি নেতার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে যৌথভাবে বিবৃতি দিয়েছেন খুলনা জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন খুলনা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এসএম মনিরুল হাসান বাপ্পী, সহ-সভাপতি খান জুলফিকার আলী জুলু, মোস্তফা উল বারী লাভলু, শেখ আলী আজগর, হাফিজুর রহমান, অধ্যাপক আইয়ুব আলী, মতিউর রহমান বাচ্চু, মিরাজুর রহমান মিরাজ, খান আইয়ুব আলী, রফিকুল ইসলাম বাবু, মাসুদ জমাদ্দার, আরিফুর রহমান, শফিকুল ইসলাম শফিক, আবু মুসা, হাবিবুর রহমান হবি, আব্দুল মালেক, মাসুম বিল্লাহ, খান আনোয়ার হোসেন, শেখ ইউসুফ আলী, ইলিয়াস মল্লিক, শেখ আব্দুর রহমান, হিরাঙ্গীর হোসেন হিরু, হিরু মোড়ল, যুবদল সভাপতি এসএম শামীম কবির, স্বেচ্ছাসেকবদল সভাপতি তৈয়বুর রহমান, শ্রমিকদল সভাপতি বাবু উজ্জ্বল কুমার সাহা, যুবদল সাধারণ সম্পাদক ইবাদুল হক রুবায়েদ, জাসাস আহবায়ক সাইদুজ্জামান খান, স্বেচ্ছাসেকবদল সাধারন সম্পাদক আতাউর রহমান রুনু, শ্রমিকদল সাধারন সম্পাদক খান ইসমাইল হোসেন, ছাত্রদল সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রী, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন, মহিলাদল সাধারণ সম্পাদক এড. সেতারা সুলতানা, মৎস্যজীবীদল সিনিয়র যুগ্ম-সম্পাদক আজিজুল ইসলাম, ওলমাদল সদস্য সচিব হাফেজ মাও. নজরুল ইসলাম, জাসাস সদস্য সচিব শহিদুল ইসলাম শহিদ প্রমূখ।
The post বিএনপি নেতা তাহেরের মৃত্যুতে জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ শোক বিবৃতি appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3m5yqjU
No comments:
Post a Comment