সাতক্ষীরাা বাবুলিয়ায় ট্রাকের ধাক্কায় মিলন (২৫) নামে এক ইঞ্জিনভ্যান চালক নিহত হয়েছেন। নিহত ব্যক্তি ঘোনা এলাকার গোলাম মোস্তফার পুত্র। সোমবার দুপুর অনুমান ২টার দিকে সদর উপজেলার কদমতলা বৈকারী সড়কের বাবুলিয়ার বলফিল্ড এলাকায় এ দুঘটনা ঘটে।
প্রত্যাক্ষদর্শীরা জানান ঢাকা মেট্রো-ট-১১-৯৬৪৪ নম্বর বালিলোড ট্রাকটি কদমতলা বৈকারী সড়কের বাবুলিয়ার বলফিল্ড মাঠের নামকস্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা মাছবাহী একটি ইঞ্জিনভ্যানে ধাক্কা দেয়। এসময় ওই ঘাতক ট্রাকের ধাক্কায় ইঞ্জিনভ্যান চালক মিলন আহত হয় ও ভ্যানটি সড়কের পাশে পুকুরে পড়ে যায়। ঘটনাস্থলে থেকে ট্রাক ফেলে রেখে ঘাতক ট্রাকের চালক পালিয়ে যায়।
প্রত্যাক্ষদর্শীরা ইঞ্জিনভ্যান চালক মিলনকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন। তবে সদর থানার পুলিশ ঘটনাস্থল গিয়ে ট্রাক ও ইঞ্জিনভ্যানটি জব্দ করেছেন। সড়ক দুঘটনায় মিলন হোসেনের মৃত্যুর বিষয় সদর থানার পুলিশের এসআই মিজান নিশ্চিত করেছেন।
সেলিম হোসেন:
The post সদরের বাবুলিয়ার সড়কে ট্রাকের ধাক্কায় স্যালোইঞ্জিন ভ্যান চালক নিহত appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3ek6425
No comments:
Post a Comment