বেনাপোল কাস্টমস হাউসের গোডাউনের জব্দকৃত মেয়াদত্তীর্ণ ৬ টন বিভিন্ন প্রকার বাজি, মাদক দ্রব্য, শাড়ি, লবন, জুতা, কেমিক্যাল ও বিভিন্ন প্রকার পন্য পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। বিভিন্ন সময়ে জব্দকৃত পন্যগুলো দীর্ঘদিন বেনাপোল কাস্টমস হাউসের গোডাউনে থাকায় সেগুলো মেয়াদত্তীর্ণ হয়ে যায়। বেনাপোল শিকড়ী ইট ভাটা ও বেনাপোল পৌরসভার আমড়াখালির ফাঁকা মাঠে এগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার মোঃ আজিজুর রহমান, অতিরিক্ত কমিশনার ড.নেয়ামুল ইসলাম, উপ-কমিশনার শামীমুর রহমান, নাভারণ সার্কেল এএসপি জুয়েল ইমরান, বেনাপোল ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের ইনর্চাজ তৌহিদুর রহমান, আনছার আলী, বিজিবিসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা।
এম এ রহিম বেনাপোল (যশোর):
The post বেনাপোল কাস্টমস গোডাউনে ৬টন আতশবাজি ক্যামিক্যাল মাদক শাড়ী পুড়িয়ে ধ্বংস appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/328wG16
No comments:
Post a Comment