Tuesday, November 24, 2020

সাতক্ষীরার সাংবাদিক জগতের প্রতীক পুরুষ আবুল কালাম আজাদের ৫৪তম জন্মদিন আজ https://ift.tt/eA8V8J

 

আজ ২৪ নভেম্বর। ১৯৬৭ সালের এই দিনে জন্মগ্রহণ করেন সাতক্ষীরার সাংবাদিক জগতের প্রতীক পুরুষ, সাতক্ষীরা প্রেসক্লাবের বার বার নির্বাচিত সাবেক সভাপতি, দৈনিক পত্রদূতের উপদেষ্টা সম্পাদক, চ্যানেল আই’র সাতক্ষীরা প্রতিনিধি আবুল কালাম আজাদ। সাংবাদিকতার দিকপাল আবুল কালাম আজাদ সাতক্ষীরার বিভিন্ন আন্দোলন সংগ্রামে অপরিসীম ভূমিকা রেখেছেন।

আবুল কালাম আজাদ আশির দশকের শুরু থেকে আজ পর্যন্ত এই সাতক্ষীরায় মহান মুক্তিযুদ্ধের স্বপক্ষে যতগুলি আন্দোলন সংগ্রাম হয়েছে তার প্রায় প্রত্যেকটিতে আপোষহীন নেতৃত্ব দিয়ে জনগণকে মুক্তির মিছিলে সংগঠিত করেছেন। আবুল কালাম আজাদ বিপ্লবী ছাত্র ইউনিয়নের মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করে মহান মুক্তিযুদ্ধের চেতনায় গণমুক্তির আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন।
তিনি গণতন্ত্রের মুক্তির জন্য স্বৈরশাসনের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করেছিলেন। তিনি সাতক্ষীরার ভূমিহীন আন্দোলনের অন্যতম পুরোধা। সাতক্ষীরার জলাবদ্ধতা নিরসনে আজও আপোষহীন নেতৃত্ব দিয়ে লক্ষ লক্ষ কৃষকের মধ্যে আশার আলো জ্বালিয়ে রেখেছেন। তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন।আবুল কালাম আজাদ ২০১৩ সালে সাতক্ষীরায় গণজাগরণ মঞ্চের নেতৃত্ব দিয়ে স্বাধীনতা বিরোধীদের রাজপথ থেকে হঠিয়েছিলেন। তিনি সাতক্ষীরার প্রত্যেকটি ন্যায়ভিত্তিক আন্দোলনে জনগণের অধিকার প্রতিষ্ঠায় নিরন্তর সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। আবুল কালাম আজাদ সাতক্ষীরার উন্নয়ন ও অগ্রগতিকে এগিয়ে নিতে এবং শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠায় বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে বুনে যাচ্ছেন স্বপ্নের বীজ। নির্যাতীত নিপীড়িত মানুষের আশা ভরসার প্রতীকে পরিণত হয়েছেন। আবুল কালাম আজাদ ভূমিহীন নেত্রী জায়েদা, সাতক্ষীরার ভোমরা বন্দরের প্রতিষ্ঠাতা স ম আলাউদ্দিন, সাংবাদিক চঞ্চল সিংহ, কৃষক নেতা সাইফুল্লাহ লস্কর হত্যার বিচারের দাবিতে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন।

The post সাতক্ষীরার সাংবাদিক জগতের প্রতীক পুরুষ আবুল কালাম আজাদের ৫৪তম জন্মদিন আজ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/39dbPOK

No comments:

Post a Comment