Tuesday, November 3, 2020

মানবতাবিরোধী অপরাধ মামলার আসামির মৃত্যু https://ift.tt/eA8V8J

সালামত উল্লাহ খান মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধ মামলার একজন আসামি জামিন চেয়ে আবেদন করে ছিলেন তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আজকের কার্যতালিকায় ছিল সেই আবেদনের শুনানি কিন্তু মঙ্গলবার দুনিয়া থেকেই চিরবিদায় নিলেন সালামত খান

দীর্ঘদিন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের থাকা সালামত উল্লাহ খান রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যান।

আসামির মৃত্যুর সংবাদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে অবহিত করেন তার আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান।

তিনি পরে সাংবাদিকদের জানান, ‘সালামত উল্লাহ খান অনেক দিন ধরে অসুস্থ ছিলেন। আজ তার জামিন আবেদন ট্রাইব্যুনালে শুনানির জন্য কার্যতালিকায় ছিল। তবে সকালেই তিনি মারা যান।’

‘‘মৃত্যুর বিষয়টি ট্রাইব্যুনালকে অবহিত করার পরে ট্রাইব্যুনাল তার জামিন আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন।’’

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সালামত উল্লাহ খানসহ অন্য আসামিদের বিরুদ্ধে করা মামলাটি বর্তমানে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে।

তিনিসহ অন্য আসামিদের বিরুদ্ধে হত্যা, নারী নির্যাতন, অগ্নিসংযোগ, ধর্মান্তরিতকরণসহ ১৩টি অভিযোগ এনেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

The post মানবতাবিরোধী অপরাধ মামলার আসামির মৃত্যু appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3jTcOFh

No comments:

Post a Comment