সাতক্ষীরায় ইঁদুর প্রতিরোধে ধানের বীজতলায় পাতা ইলেকট্রিক তারে জড়িয়ে এক মৎস্যজীবি গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার রাতে সদর উপজেলার বকচরা বিলে এ ঘটনাটি ঘটে। তাকে আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত মৎস্যজীবির নাম আরশাদ আলী সরদার (৬০)। তিনি সদর উপজেলার কাশেমপুর গ্রামের মৃত মোজাহার আলী সরদারের ছেলে।
সদর হাসপাতালে চিকিৎসাধীন আরশাদ আলী জানান, প্রতিবেশী শাহীনুরকে নিয়ে তিনি মঙ্গলবার রাতে বকচরা বিলে মাছ ধরতে যান। মাছ ধরার একপর্যায়ে বকচরা গ্রামের আকবর সরদারের ছেলে জিয়ারুল ইসলামের ধানের বীজতলা চাতরের পাশ দিয়ে বয়ে যাওয়া ইদুর প্রতিরোধে পাতা সরু ইলেকট্রিক তারে জড়িয়ে পড়েন।
এ সময় তার সঙ্গে থাকা শাহীনুর তার দু’ পায়ে জড়িয়ে থাকা ইলেকট্রিকতার ছাড়ানোর আগেই বিদ্যুৎ স্পৃষ্টে তার দুই পা ঝলসে যায়। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে তার ছেলে বিল্লালসহ কয়েকজন তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন।
সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ তানভির আহম্মেদ জানান, আরশাদ আলীর দু’ পা ইলেট্রিক তারে জড়িয়ে ঝলসে গেছে। তার অবস্থা আশংকাজনক।
ধানের বীজতলা মালিক জিয়ারুল ইসলাম এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আরশাদ আলীর যাবতীয় চিকিৎসা খরচ তিনি বহন করবেন।
The post সাতক্ষীরায় ইঁদুর মারা ইলেকট্রিক তারে জড়িয়ে এক মৎস্যজীবী গুরুতর আহত appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3l44ZgH
No comments:
Post a Comment