সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হিসেবে প্রচারণা শুরু করেছেন মীর মোশাররফ হোসেন মন্টু। বর্তমানে তিনি সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য। ১৯৮০ সালে এরশাদ বিরোধী আন্দোলনে তিনি সক্রিয় অংশ গ্রহণ করেন। তিনি আওয়ামী লীগের সমর্থন প্রত্যাশী। পেশায় ঠিকাদার হিসেবে এলাকায় জনপ্রিয়তা লাভ করেছে। এছাড়াও রেড ক্রিসেন্ট, রোটারী ক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সেবামূলক প্রতিষ্ঠানের সাথে যুক্ত রয়েছেন।
১নং ওয়ার্ড কাউন্সিলর মীর মোশাররফ হোসেন মন্টু জানান, আমি নির্বাচিত হলে সাতক্ষীরা পৌরসভাকে জনকল্যানমূলক করে তুলবো। আমার ওয়ার্ডসহ সাতক্ষীরা পৌরসভার জলাবদ্ধতা নিরসন এবং রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থা পরিবর্তন করতে কাজ করবো। সন্ত্রাস ও মাদকমুক্ত পৌরসভা, রাস্তাঘাট সংস্কার ও উন্নয়ন, সুপেয় পানির ব্যবস্থা, আবর্জনা ও পয়:নিস্কাশন, জলাবদ্ধতা দূর করা, নারী উন্নয়ন, শিশু বান্ধবসহ সামগ্রিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করবো। প্রেসবিজ্ঞপ্তি
The post সাতক্ষীরা পৌরসভা ১নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হতে চান মন্টু appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2HVunHO
No comments:
Post a Comment