মুন্সিগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি: সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের নতুন একাডেমি ভবন নির্মাণ বাস্তবায়ন কার্যক্রমে নাগরিকদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির তত্ত্বাবধানে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর শ্যামনগরের আয়োজনে সোমবার সকাল ১০টায় সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণি কক্ষে নতুন ভবন নির্মাণ কার্যক্রম সম্পর্কে নাগরিকদের অবহিত করেন উপ-সহকারী প্রকৌশলী আসাদুজ্জামান খান।
সহকারী প্রধান শিক্ষক আসমাল আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোয়াজ্জেম হোসেন, মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোড়ল, মহিলা মেম্বর সেলিনা সাঈদ, ব্র্যাক সাতক্ষীরা জেলা ব্যবস্থাপক হুমায়ুন কবির, ব্র্যাক শ্যামনগর উপজেলা ব্যবস্থাপক আহম্মদ আলী খান, ঠিকাদার মিজানুর রহমান, আব্দুল করিম, এডহক কমিটির সদস্য সাব্বির আহম্মেদ, দাউদ গাজী ও সালাউদ্দিন প্রমুখ।
The post সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে অবহিতকরণ সভা appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3oMEq2x
No comments:
Post a Comment