Tuesday, November 3, 2020

নগরঘাটায় ডা. রউফের জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন https://ift.tt/eA8V8J

নগরঘাটা বোর্ড সরকারি প্রাইমারী স্কুলে মঙ্গলবার সকাল ১০.৩০টায় নগরঘাটার পরিচিত মুখ গ্রাম ডাক্তার মুন্সী আব্দুর রউফের জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।

মরহুমের জানাজা নামাজে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আহলেহাদীছ আন্দোলন সাতক্ষীরা জেলার সভাপতি আব্দুল মান্নান, সহ-সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা আলতাফ হোসেন সহ জেলা কর্ম পরিষদের সকল নেতৃবৃন্দ, নগরঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামরুজ্জাম লিপু, তালা উপজেলা আহলেহাদীছ শাখার সভাপতি আব্দুর রহমান সানা সহ এলাকার সর্বস্তরের মানুষ। মরহুমের জানাজা নামাজ পড়ান শার্শা দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওলানা মশিউর রহমান।

উল্লেখ্য, মরহুম মুন্সী রউফ ছিলেন বাংলাদেশ আহলেহাদীছ আন্দোলনের তালা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও নগরঘাটা ইউনিয়নের সভাপতি। তিনি দীর্ঘদিন ধরে নগরঘাটা বাগপাড়া আহলেহাদিছ জামে মসজিদের ইমামতি করেছেন আমৃত্যু। গতকাল হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।

নিজস্ব প্রতিনিধি:

The post নগরঘাটায় ডা. রউফের জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2JwGjAp

No comments:

Post a Comment