দেবহাটা ব্যুরো: দেবহাটা উপজেলার জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থানান্তর ও জমি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২টায় নির্ধারিত জমি চত্ত্বরে জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিথ ছিলেন, জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দাতা ও অবসরপ্রাপ্ত পরিসংখ্যান অফিসার হামিজউদ্দীন হাওলাদার।
এছাড়া জমি দাতা হামিজউদ্দীনের স্ত্রী মানছুরা হামিদ হাওলাদারও অত্র বিদ্যালয়ে জমি দান করেন। জানা যায়, তিনি সাতক্ষীরা পলাশপোল গ্রামের মৃত হারেজউদ্দীনের ছেলে হামিজউদ্দীন হাওলাদার ও তার সহধর্মীনি মানছুরা হামিদ হাওলাদারও বিদ্যালয়ের জন্য মোট ৫১ শতক জমি দান করেন। উক্ত জমির বিবারণ মৌজা জগন্নাথপুর বড়, সিট নং ৫, খতিয়ান নং-৭, দাগনং এসএ-৪০১৬, গ্রাম কামকাটিয়া। মোট জমি ৫১শতক। জমি দান করায় বিদ্যালয়ের নতুন ভবণ নির্মান এবং ছাত্র-ছাত্রীদের নতুন ক্লাস রুমে ক্লাস করতে পারবে। অভিবাবক শিক্ষক-শিক্ষিকাসহ সকলে অনেক আনন্দ প্রকাশ করে। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেবাহটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, দেবহাটা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহাজান আলী, সহকারী শিক্ষা অফিসার মঞ্জুরুল আলম প্রমুখ।
The post দেবহাটায় জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থানান্তর ও জমি প্রদান appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3625a7U
No comments:
Post a Comment