যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনসহ বিশ্বনেতারা। এমন নজিরবিহীন ঘটনাকে লজ্জাজনক আখ্যা দিয়েছেন তারা।
টুইটারে জো বাইডেন লিখেন, “আজকের দিনটি যন্ত্রণাদায়ক। দেশের গণতন্ত্র রক্ষায় সেই সব নেতাদের প্রয়োজন যারা কোনো ক্ষমতা এবং ব্যক্তিগত স্বার্থের জন্য নয়, সাধারণ মানুষের মঙ্গলে নিবেদিত থাকবেন।”

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, “ক্যাপিটলের ওপর এই হামলাকে ইতিহাস মনে রাখবে। এই সময়টি সম্মান হানিকর এবং জাতির জন্য লজ্জাজনক।”
রিপাবলিকান দলের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, “এ এক হৃদয়বিদারক দৃশ্য। রাজনৈতিকভাবে অস্থিতিশীল কোনো দেশে এ ঘটনা নির্বাচনের ফলকে বিতর্কিত করে। এ দেশের গণতান্ত্রিক প্রজাতন্ত্রে এটির কোনো জায়গা নেই।”
জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন কংগ্রেস ভবনের এই হামলাকে ‘লজ্জাজনক ঘটনা’ বলে আখ্যায়িত করেছেন। এক টুইট বার্তায় তিনি বলেছেন, “মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বে গণতন্ত্রের পাশে দাঁড়ায়। দেশটিতে এখন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ক্ষমতার হস্তান্তর হওয়াটা খুব গুরুত্বপূর্ণ।”
স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ বলেন, “মার্কিন গণতন্ত্রের শক্তিশালী অবস্থার প্রতি আমার আস্থা আছে। নতুন প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রের জনগণকে ঐক্যবদ্ধ করে এই উত্তেজনাকর পরিস্থিতি কাটিয়ে উঠবেন।”
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ ঘটনায় অসন্তোষ প্রকাশ করে টুইটারে লিখেছেন, “সহিসংতা কখনো জনগণের ইচ্ছার ওপর জয়ী হয় না। যুক্তরাষ্ট্রে গণতন্ত্র অবশ্যই উন্নত রাখতে হবে।”
The post ক্যাপিটল হিলে হামলা: বাইডেনসহ বিশ্ব নেতাদের তীব্র নিন্দা appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/38ofEzQ
No comments:
Post a Comment