আশাশুনি ব্যুরো: আশাশুনির গদাইপুর জেহের আলী মাধ্যমিক বিদ্যালয়ের ফের সভাপতি মনোনীত হয়েছেন ইউপি চেয়ারম্যন শাহনেওয়াজ ডালিম। যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. বিশ^াস শাহিন আহম্মেদ স্বাক্ষরিত পত্রে জানা গেছে, উপজেলার খাজরা ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিমকে এডহক কমিটির সভাপতি মনোনীত করা হয়।
সোমবার যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড শাহনেওয়াজ ডালিমকে ছয় মাস মেয়াদী এ্যাডহক কমিটির সভাপতি মনোনীত করে চিঠি ইস্যু করেছেন। স্কুলের প্রধান শিক্ষক কল্যান কুমার গাইন জানান, গত ১ ডিসেম্বর-২০২০ তারিখে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির মেয়াদ শেষ হওয়ায় এডহক কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে অভিভাবক সদস্য মনোনীত হয়েছেন জয়নুল ইসলাম, সাধারণ শিক্ষক সদস্য বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেফালী বালা মন্ডল এবং প্রধান শিক্ষকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে। উল্লেখ্য, গদাইপুর জেহের আলী মাধ্যমিক বিদ্যালয়ে শাহনেওয়াজ ডালিম ৮ম বারের মত সভাপতির দায়িত্ব পেলেন বলে প্রধান শিক্ষক জানান।
The post আশাশুনির গদাইপুর হাইস্কুলে ফের সভাপতি হলেন ইউপি চেয়ারম্যান ডালিম appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2MEWz41
No comments:
Post a Comment