Monday, January 25, 2021

কালিগঞ্জে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা মদ ও গাঁজাসহ ৬ জন আটক https://ift.tt/eA8V8J

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ৭১ পিস ইয়াবা, ৩ লিটার বাংলা মদ ও সাড়ে ১২ গ্রাম গাঁজাসহ ৬জনকে আটক করেছে পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, রবিবার দিবাগত রাত ৮ টার দিকে উপজেলা সদরের ফুলতলা মোড় মৎস্যসেট এলাকা থেকে থানার সহকারি উপ-পরিদর্শক জিল্লুর রহমানের নেতৃত্বে পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৭১ পিস ইয়াবাসহ বাজারগ্রাম এলাকার মোহাম্মদ আলীর ছেলে আবু জাফরকে (২২) আটক করেন।
অপর এক অভিযানে থানার সহকারী উপ-পরিদর্শক শেখ জামাল হোসেনের নেতৃত্বে পুলিশ রবিবার বেলা সাড়ে ৩ টার দিকে নলতা ইউনিয়নের সেহারা থেকে সাড়ে ১২ গ্রাম গাঁজাসহ মৃত শেহমত আলীর ছেলে মাদক ব্যবসায়ী রেজাউল ইসলামকে (৩৫) আটক করেন।
এছাড়াও থানার সহকারী উপ-পরিদর্শক কামাল হোসেন রবিবার রাতে ৩ লিটার মদসহ উপজেলার কৃষ্ণনগর বাজার এলাকায় অভিযান চালিয়ে শ্যামনগর উপজেলার শ্রীফলকাটি গ্রামের জাকির হোসেনের ছেলে আবুল হোসেন (২৬), ছোট ভেটখালী গ্রামের শফিকুল ইসলামের ছেলে নাজমুল ইসলাম (২৪), মুন্সীগঞ্জ গ্রামের খালিদ শেখের ছেলে ফরিদ শেখ (২৭) ও হরিনগর গ্রামের আব্দুল কাদেরের ছেলে রবিউল ইসলামকে (৩০) আটক করেন।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হুসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় থানায় মামলা হয়েছে। আটককৃতদের সোমবার (২৫ জানুয়ারি) বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

The post কালিগঞ্জে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা মদ ও গাঁজাসহ ৬ জন আটক appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3iKEXPQ

No comments:

Post a Comment