অবশেষে পরাজয় স্বীকার করে নিলেন ডোনাল্ড ট্রাম্প। ২০ জানুয়ারি জো বাইডেনের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
মার্কিন নির্বাচনের পর এই প্রথম নিজের হার স্বীকার করলেন ট্রাম্প। বৃহস্পতিবার তিনি সংবিধান অনুযায়ী ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরুর আহ্বান জানান।
এদিকে রিপাবলিকানদের সব অভিযোগ নাকচ করে পার্লামেন্ট অধিবেশনে বাইডেনকে প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে মার্কিন কংগ্রেস।
এর আগে সকালে অধিবেশন শুরু হলে ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকরা হামলা চালায়। এতে ৪ জন নিহত হন। তাণ্ডবের কারণে অধিবেশন তাৎক্ষণিক বন্ধ করা হয়। স্থানীয় সময় রাত ৮টায় পুনরায় অধিবেশন শুরু হয়।
অধিবেশনে জো বাইডেনের পক্ষে পেনসিলভানিয়া ও জর্জিয়ায় ইলেক্টোরাল ভোটের রায় আসে। নিশ্চিত হয় ট্রাম্পের চূড়ান্ত পরাজয়।
The post পরাজয় মেনে নিলেন ট্রাম্প appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/35iwm1s
No comments:
Post a Comment