কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট খুলনার আয়োজনে দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের বহেরা ও সদরের হাড়দ্দায় উচ্চফলনশীল সরিষা ও আলুর উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় বহেরা মাঠে গোপালগঞ্জ বিএআরআই এর কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন ও দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের পরিবেশ প্রতিরোধ উপযোগী গবেষণা কার্যক্রম জোর করণের মাধ্যমে কৃষি উন্নয়নের প্রকল্পের আওতায় মাঠ দিবস পালিত হয়। মাঠ দিবসে কৃষি গবেষণা কেন্দ্র খুলনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও উপপ্রকল্প পরিচালক ড. মো. হারুনর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড এসএম কামরুজ্জামান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক কৃষিবিদ মো. নুরুল ইসলাম। প্রধান অতিথি বলেন, আমাদের জমির নিবিড়তা বৃদ্ধি করার জন্য বর্তমান সরিষা চাষ সবচেয়ে বেশি লাভজনক। এর খরচ কম, উৎপাদন বেশি ও জমির গুনগত মান ঠিক রাখে। তিনি আরো বলেন, বারি সরিষা-১৪, ১৭ ও ১৮ এর চাষ সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বতর্মানে মাঠে বেশি চাষ করা হচ্ছে। এছাড়া বারি আলু-৭২,৭৮,৭৯ লবণাক্ত সহিষ্ণু জাত। যার ফলে লবণাক্ত জমিতে কৃষক সহজেই আবাদ করতে পারবে এবং এর ফলন অনেক বেশি। বক্তব্যে রাখেন কৃষি গবেষণা কেন্দ্র বেনারপোতার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মোশাররফ হোসেন, সরেজমিন গবেষণা বিভাগ খুলনার বৈজ্ঞানিক কর্মকর্তা মুস্তফা কামাল শাহাদাৎ। এসময় উপস্থিত ছিলেন বৈজ্ঞানিক কর্মকর্তা মাশফিকুর রহমান, দেবহাটা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. মনিরুল ইসলাম ও ইকবাল হোসেন। পাশাপাশি বিকাল ৩টায় সাতক্ষীরা সদর উপজেলার হাড়দ্দাহ মাঠে শতাধিক কৃষকের উপস্থিতে বারি উদ্ভাবিত সরিষা ও আলুর উপর আরো একটি মাঠ দিবস অনুষ্ঠিত হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা কৃষি গবেষণা বৈজ্ঞানিক সহকারী অমরেশ চন্দ্র সরকার।
The post উচ্চফলনশীল সরিষা ও আলুর উপর মাঠ দিবস পালন appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3cqtgNt
No comments:
Post a Comment