বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহযোগী, প্রবীন রাজনীতিবিদ, সাবেক জাতীয় সংসদ সদস্য, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মরহুম এড. এ এফ এম এন্তাজ আলীর ২৩তম মৃত্যুবার্ষিকী আজ।
সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা এড. এ এফ এম এন্তাজ আলী ১৯৯৮ সালের ২৬ জানুয়ারী পবিত্র শবে কদরের রাতে মৃত্যুবরণ করেন। তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান কেন্দ্রীয় ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের ভিপি, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি এবং ৭১ এর যুদ্ধকালীন সময় মুজিব বাহিনীর সাতক্ষীরার (তৎকালীন সময় সাতক্ষীরা মহকুমা) প্রধান ছিলেন। বীরমুক্তিযোদ্ধা এড. এ এফএম এন্তাজ আলী ঢাকায় ৬ দফা আন্দোলনে (প্রথম দিনের আন্দোলনে) রাজধানীর রাস্তায় টায়ার জ্বালিয়ে আন্দোলন শুরু করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ওই আন্দোলনে সাবেক কেন্দ্রীয় আ’লীগ নেতা ও সাবেক পানি সম্পদ মন্ত্রী মরহুম আব্দুর রাজ্জাক, সাবেক কেন্দ্রীয় আ’লীগ নেতা ও সাবেক অর্থ মন্ত্রী মরহুম শাহ এস এম কিবরিয়া ও সাতক্ষীরার এড. এ এফ এম এন্তাজ আলী অন্যতম ছিলেন।
পরে বঙ্গবন্ধুর নির্দেশে দেশব্যাপী ৬ দফা আন্দোলন ছড়িয়ে দিয়ে জোরদার করতে এড. এ এফ এম এন্তাজ আলী সাতক্ষীরায় চলে আসেন। এছাড়া তিনি ঘাতক দালাল নির্মুল কমিটির সাতক্ষীরা জেলার সভাপতি ছিলেন। স্বৈরাচারী এরশাদ সরকারের সময় ১৯৯০ সালে সর্ব দলীয় ও ১৯৯৬ সালে জেলার আহবায়কের দায়িত্ব পালন করেন। তাছাড়া তিনি সাতক্ষীরার সামাজিক, ক্রীড়া, সাংস্কৃতিক, রাজনৈতিকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। মরহুম এড. এ এফ এম এন্তাজ আলী ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এদিকে এড. এন্তাজ আলীর পারিবার অভিযোগ করে বলেন, তার মৃত্যুর পর প্রায় ২ সপ্তাহের মাথায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ উদ্যোগে বাস ভবনে আসেন পরিবারকে সান্ত¦না জানাতে। কিন্তু দু:খজনক হলেও সত্য প্রবীণ এ নেতার মৃত্যুর পর থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আজ পর্যন্ত সময় কোন শোক ও স্মরণ সভা হয়নি৷ এমনকি এ নেতার নামে আজ পর্যন্ত সাতক্ষীরার কোন সড়ক তার নামে নামকরণ করা হয়নি।
এ পরিবারটি আজও অবহেলিত৷ শহরের পলাশপোল প্রাণ সায়ের খালের পাশের রাস্তাটি (পাকাপোল থেকে কাটিয়া বাজার ব্রিজ) এড. এন্তাজআলীর নামে নামকরণ করার কথা থাকলেও তা করা হয়নি আজও৷ আ’লীগের সাবেক সাংসদ ও বীরমুক্তিযোদ্ধার নামে সড়কের নামকরণ করা না করায় ক্ষোভ প্রকাশ করেন এ পরিবারটি। তবে সাতক্ষীরা স্টেডিয়ামটি বীরমুক্তিযোদ্ধা এড. এএফএম এন্তাজ আলীর নামে নামকরণের দাবী জানিয়েছেন পরিবারটি৷ এ ব্যাপারে এড. এন্তাজ আলীর পরিবার জেলা আ’লীগ, সদর এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা সংসদ, ও পৌর মেয়রের দৃষ্টি আকর্ষণ করেছেন। এদিকে, বীরমুক্তিযোদ্ধা এড. এএফএম এন্তাজ আলীর ২৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে দিনব্যাপি কোরআন তেলাওয়াত, দুস্থদের মাঝে খাবার বিতরণ ও বাদ আসর পলাশপোল জামে মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে৷প্রেসবিজ্ঞপ্তি
The post সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এড. এন্তাজ আলীর ২৩তম মৃত্যুবার্ষিকী appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3sS0if0
No comments:
Post a Comment