Tuesday, January 26, 2021

কাশেমপুর মাদানী জামে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করলেন মো.নজরুল ইসলাম https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: দোয়া ও আলোচনা সভার মধ্য দিয়ে কাশেমপুর মাদানী জামে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম। এসময় তিনি বলেন, ‘মসজিদ আল্লাহর ঘর, ছদকায়ে জারিয়ামূলক কাজ। সেজন্য সকলের সহযোগিতায় মসজিদ নির্মাণ হওয়া উচিৎ। মসজিদটি নির্মাণে সমাজের বিত্তবান ও ধর্মপ্রাণ মুসলমানদের আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহবান জানান তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য বিশিষ্ট ব্যবসায়ী ও জেলার সেরা করদাতা মো. আল ফেরদাউস আলফা, মাওলানা ইউছুফ, আরিফুর রহমান প্রমুখ। এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় প্রায় ৩৪ শতক জমির উপর প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে মসজিদটি নির্মাণ করা হচ্ছে।
নির্মাণ কাজের উদ্বোধন শেষে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ মুনসুর আহমেদের আশু রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এসময় কাশেমপুর মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

The post কাশেমপুর মাদানী জামে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করলেন মো.নজরুল ইসলাম appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/36bn4Vh

No comments:

Post a Comment