আগামী ১৪ ফেব্রুয়ারি আসন্ন সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়তে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক সাবেক ছাত্র ও যুব নেতা সাহাদাৎ হোসেন দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরায় আওয়ামী লীগের সম্ভাব্য মেয়র পদপ্রার্থী সাহাদাৎ হোসেন ধানমন্ডি ৩ এভিনিউ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলীয় কেন্দ্রীয় কার্যালয় থেকে ওই মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এদিকে, পৌর আওয়ামী লীগের বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক সাবেক ছাত্র ও যুব নেতা সাহাদাৎ হোসেন আগামী ১৪ ফেব্রুয়ারি সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ার লক্ষে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকদের দোয়া ও আশির্বাদ কামনা করেছেন। পরে বেলা ১২টার দিকে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও খুলনা বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হকের রাজধানী ঢাকার বাসায় যান মেয়র পদে সাতক্ষীরায় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাহাদাৎ হোসেন। সেখানে তিনি কেন্দ্রীয় নেতার দোয়া ও সমর্থন কামনা করেন। প্রেসবিজ্ঞপ্তি
The post আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী সাহাদাৎ হোসেন appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3pVIQ73
No comments:
Post a Comment