এম. আব্দুল করিম, কেশবপুর (যশোর): যশোরের কেশবপুরে আবহাওয়া ও বিদেশী খেজুর চাষে উপযোগী বেলে দোঁয়াশ মাটিতে সৌদি আরবের খেজুর চাষে আশার আলো দেখা দিয়েছে। উপজেলার সাতবাড়িয়া গ্রামের খেজুর চাষী সাইফুল ইসলাম ৮/৯ মাস আগে বাণিজ্যিকভাবে ৫ বিঘা জমিতে সৌদি খেজুর আবাদ করেন। তার এ আধুনিক প্রযুক্তির আবাদ উপজেলা ব্যাপী ব্যাপক সাড়া ফেলেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মহাদেব চন্দ্র সানা সরেজমিনে তার খেজুর বাগান পরিদর্শন করে দিকনির্দেশনা প্রদান করেন। ত্রিমাহিনী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৃত আতিয়ার রহমানের ছেলে সাইফুল ইসলাম তার নিজস্ব পরিকল্পনায় সৌদি খেজুরের আবাদ শুরু করেন। পরবর্তীতে উপজেলা কৃষি কর্মকর্তার পরামর্শে ফসলের নিয়মিত পরিচর্যা করায় তিনি বা¤পার ফলনের আশা করছেন। সাইফুল ইসলাম বলেন, ইউটিউবে খেজুর আবাদ দেখে তার বিলাসী খেজুর চাষ শুরু। তার ক্ষেতে বারী, খলিজি ও খালাদ জাতের খেজুর গাছ রয়েছে। যা কাঁচা খাওয়া যায় এবং কাচায় মিষ্টি। ক্ষেতে সার হিসেবে ক¤েপাস্ট, ফসফেট, পটাশ, বোরন, জিংক ও ইউরিয়া ব্যবহার করেছেন। তার ক্ষেতের ফসলের পরিচর্যায় সার্বক্ষণিক ২০ জন শ্রমিক কর্মরত রয়েছে। অল্প দিনের মধ্যে তার খেজুর গাছে ধরণ আসবে বলেও তিনি আশা করছেন। সরেজমিনে তার ক্ষেতে গিয়ে দেখা গেছে, সাতবাড়িয়া ও মির্জা নগরে তার দুইটি খেজুর বাগান রয়েছে। এবিষয়ে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মহাদেব চন্দ্র সানা বলেন, বাংলাদেশের আবহাওয়ায় বারী, খলিজি ও খালাদ জাতের খেজুর চাষ খুবই উপযোগী। আর এ জাতের খেজুর খেতেও খুব সুস্বাদু। একবার লাগালে ৩০ থেকে ৩৫ বছর ফল খাওয়া ও বাজারজাত করা যায়। এটা অত্যন্ত লাভজনক একটি ফসল।
The post কেশবপুরে সৌদি খেজুর চাষে আশার আলো appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2JStroM
No comments:
Post a Comment