অহিদুজ্জামান খোকা: কলারোয়া উপজেলার সীমান্তবর্তী গ্রামগুলোতে গড়ে উঠেছে কুলের বাগান। এবার ফলন ভালো হওয়ায় আশার আলো দেখছেন চাষিরা।
সীমান্তবর্তী গ্রাম ঘুরে দেখা গেছে প্রচুর পরিমাণে কুলের চাষ। কথা হয়, কেঁড়াগাছি ইউনিয়নের গাড়াখালি গ্রামের ইব্রাহিমের সাথে। তিনি জানান, প্রথমে এক থেকে দুই বিঘা জমিতে শুরু করেন কুল চাষ। এখন আট বিঘা জমিতে চাষ করছেন। তার বাগানে আপেল, বাউ, নাইনটি, নারকেল, বল জাতীয় কুল চাষ করছেন। গাছে গাছে তারার মতো কুল ঝুলছে।
এবছর প্রতি কেজি কুল ১৮০ থেকে ১৫০ টাকা বিক্রি হচ্ছে। কুল নিয়মিত ঢাকার কারওয়ান বাজারে পাঠাচ্ছেন। খরচ বাদ দিয়ে আশানুরূপ ফল পাওয়া যাবে চলতি মৌসুমে। সীমান্ত ঘেঁষা গ্রামগুলোতে অনেক বেকার শিক্ষিত যুবক ও এ পেশায় জড়িয়ে পড়েছে। সব মিলিয়ে আশার আলো দেখাচ্ছে কুল।
The post কুল চাষে আশার আলো দেখছেন চাষিরা appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/354CoTj
No comments:
Post a Comment