ফিংড়ি প্রতিনিধি: বুধবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের গাভায় গৃহহীনদের জন্য বরাদ্দকৃত মুজিব বর্ষের উপহার আশ্রায়ন প্রকল্পের গৃহ নির্মাণ কাজ সরজমিনে পরিদর্শন করলেন মন্ত্রীর প্রতিনিধি মনজুর হোসেন। প্রকল্পটির তত্ত্বাবধানে আছেন সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী।
প্রথমধাপে অনুমোদিত ভূমিহীন ও গৃহহীন ১৩০ পরিবারের জন্য সরকারি জমিতে সরকারি খরচে নির্মাণাধীন বাসগৃহের নির্মাণ কাজ। ইতোমধ্যেই বাসগৃহের নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী বলেন, সাতক্ষীরা সদর উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে ৯টি ইউনিয়নে প্রথম ধাপে অনুমোদিত ১৩০টি বাসগৃহের মধ্যে বাঁশদহ ইউনিয়নে ১০টি ঘর, আগরদাড়ি ইউনিয়নে ১৮টি, বল্ল¬ী ইউনিয়নে ৯টি, শিবপুর ইউনিয়নে ৯টি, ভোমরায় ২টি, আলীপুর ১০টি, লাবসায় ৫টি এবং ফিংড়ি ৫৪টি ঘরের নির্মান কাজ প্রায় শেষের পথে। একলক্ষ একাত্তর হাজার টাকা ব্যয়ে প্রত্যেকটি পরিবারের জন্য নির্মাণাধীন বাসগৃহের মধ্যে রয়েছে, দুটি বেডরুম, একটি কিচেন, একটি বাথরুম, একটি বারান্দাসহ পরিবারের সদস্যদের ঘোরাফেরার মতো বেশ কিছু জায়গা রেখে ডিজাইন মাফিক বাসগৃহগুলো নির্মাণ করা হচ্ছে বলে জানান সাতক্ষীর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার ইয়ারুল হক।
The post ফিংড়ীতে আশ্রায়ন প্রকল্পের ঘর পরিদর্শন করলেন মন্ত্রীর প্রতিনিধি মনজুর হোসেন appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3bhIJ1w
No comments:
Post a Comment