ফিংড়ী প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার বালিথায় পারিবারিক সমস্যা সমাধানের সময় হামলায় বোন, বোনাই ও ভাই আহত হয়েছে। বর্তমানে তারা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।
এঘটনায় সদর থানায় অভিযোগ করা হয়েছে। জানা যায়, পারিবারিক গোলযোগ সমাধানের জন্য সোমবার আশাশুনির গুনাকারকাটির রনি তার ফুফাত ভাই সদরের মাটিয়াডাঙ্গা গ্রামের শাহমত গাজীর ছেলে ওমর ফারুক তার ভাই রেজাউল করিম, তার চাচা মহিউদ্দি সদরের বালিথায় তার বনের বাড়িতে যায়।
এসময় তারা বোনের শ্বশুর বাড়ির পারিবার বিষয় নিয়ে ঘরোয়া আলাপ আলোচনা করার একপর্যায়ে তার বোনের শশুর লিয়াকত আলী সরদার, তার ছোট ছেলে এনামুল, মেয়ে মারুফা খাতুন, স্ত্রী নাসরিন খাতুন ও একই এলাকার মৃত জুম্মন সরদারের ছেলে আবু তালেব ক্ষিপ্ত হয়ে রনির দুলাভাই ইব্রাহিম হোসেনকে মোটরসাইকেলের চেইন দিয়ে মারপিট শুরু করে। স্বামীকে মারতে দেখে ঠেকাতে গেলে শিরিনা খাতুনকেও দা দিয়ে কোপ দেয়। যার ফলে তার কান কেটে রক্তাক্ত ও হাতের হাড়ভাঙ্গা জখম হয়।
এদিকে বোনকে মারতে দেখে তার ফুফাত ভাই ওমর ফারুক এগিয়ে গেলে তারা রোহার রড দিয়ে তার মাথায় বাড়ি মারায় গুরুতর আহত হয়। এব্যপারে রেজাউল করিম বাদি হয়ে সদর থানায় এজাহার জমা দিয়েছে। সাতক্ষীরা সদর থানার ওসি জানান, অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
The post সদরের বালিথায় পারিবারিক সমস্যা সমাধানের সময় হামলায় আহত-৩ appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/397VYPT
No comments:
Post a Comment