আগামী ১৪ ফেব্রুয়ারি আসন্ন সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়তে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক সাবেক ছাত্র ও যুব নেতা সাহাদাৎ হোসেন দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরায় আওয়ামী লীগের সম্ভাব্য মেয়র পদপ্রার্থী সাহাদাৎ হোসেন ধানমন্ডি ৩ এভিনিউ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র দলীয় কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেন। মেয়র পদপ্রার্থীসাহাদাৎ হোসেন আওয়ামী লীগ কার্যালয়ে দায়িত্বরত কর্মকর্তার নিকট থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এদিকে, পৌর আওয়ামী লীগের বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক সাবেক ছাত্র ও যুব নেতা সাহাদাৎ হোসেন আগামী ১৪ ফেব্রুয়ারি সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ার লক্ষে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকদের দোয়া ও আশির্বাদ কামনা করেছেন।
পরে বেলা ১২টার দিকে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও খুলনা বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হকের রাজধানী ঢাকার বাসায় যান মেয়র পদে সাতক্ষীরায় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি সাহাদাৎ হোসেন। সেখানে তিনি কেন্দ্রীয় নেতার দোয়া ও মূল্যবান সমর্থন কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি
The post আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী সাহাদাৎ appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3okY5Gb
No comments:
Post a Comment