Monday, January 25, 2021

মিনি শেখ হাসিনা সেজে ভাইরাল ‘দিঘী’ https://ift.tt/eA8V8J

 

‘মুজিব বর্ষ ’ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের কাছে ৬৬ হাজার ১৯৮টি গৃহ বিতরণ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে মিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেজে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সাতক্ষীরার শিশু আবৃত্তি শিল্পী সাফানা ফারদিন দিঘী।

স্বরণীয় এই দিনে সাফানা ফারদিন দিঘী মিনি শেখ হাসিনা সেজেই শুধু খ্যান্ত ছিলেন না, মিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মত অবিকল ভাষায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে সবাইকে রীতিমত তাক লাগিয়ে দিয়েছেন।
গত ২৩ জানুয়ারি সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমিতে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে গৃহ বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের আমন্ত্রনে মিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেজে অনুষ্ঠানে আসন গ্রহণ করেন শিশু আবৃত্তি শিল্পী সাফানা ফারদিন দিঘী। অবিকল সাজে সেজে ছিলেন মিনি শেখ হাসিনা।

অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত মূলমঞ্চে চেয়ারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভঙ্গিমায় বসে ছিলেন মিনি শেখ হাসিনা। অনুষ্ঠানে উপস্থিত সকলের দৃষ্টিকাড়ে মিনি শেখ হাসিনা।

অনুষ্ঠান শেষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন মিনি শেখ হাসিনা। তার ভাষণ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিও’টির নীচে অসংখ্য মানুষ মন্তব্য করেছেন।

সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল মিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ শুনে গতকাল ২৪ জানুয়ারি রোববার ভাইরাল হওয়া ভিডিও-এর নীচে মন্তব্য করে লিখেছেন ‘মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আজ এটা পাঠাবো। একেবারে শেখ হাসিনা’।
শিশু শিল্পী সাফানা ফারদিন দিঘী এবছর দ্বিতীয় শ্রেণী পেরিয়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। সাতক্ষীরার এতিহ্যবাহী বর্ণমালা একাডেমিতে নিয়মিত আবৃত্তি শিখছে। শিশু আবৃত্তি শিল্পী হিসেবে অতি পরিচিত দিঘী। জেলা পর্যায় একাধিক আবৃত্তি প্রতিযোগিতায় দিঘী সেরা হয়েছে।
সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, এটিএন বাংলার নিজস্ব প্রতিনিধি এম কামরুজ্জামান ও সাতক্ষীরার ছফুরননেছা মহিলা কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সেলিনা সুলতানা লিপির মেয়ে দিঘী। প্রেসবিজ্ঞপ্তি

The post মিনি শেখ হাসিনা সেজে ভাইরাল ‘দিঘী’ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3qRxUHY

No comments:

Post a Comment