এম আইউব হোসেন, খোরদো (কলারোয়া): কলারোয়া উপজেলার কাশিয়াডাঙ্গা বাজারের সরকারি সম্পতির ৩টি দোকান ঘরের জায়গা একই পরিবারের মধ্যে বরাদ্দ দেওয়ায় ব্যবসায়ী ও জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এছাড়া সরকারি সম্পত্তিতে ডোবা ও গর্ত মাটি ভরাট বাবদ দেড় লক্ষ টাকার প্রকল্পের কোন হদিস নেই? কাশিয়াডাঙ্গা সাইক্লোন শেল্টারের সামনের রাস্তার পাশে, মসজিদ সংলগ্ন সরকারি সম্পত্তি ও ডোবার জলাবদ্ধতা নিরসনে তালা-কলারোয়ার সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ দেয়াড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নানের সময়ে দেড় লক্ষ টাকা বরাদ্দ দিয়ে ছিলেন। স্যালো ম্যাশিনের সাহায্যে নামমাত্র পানি সেচ দিয়ে ঐ প্রকল্পের টাকায় ব্যাপক অনিয়ম হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। বর্তমান ঐ ডোবার জায়গায় কাশিয়াডাঙ্গা বাজার মসজিদ কমিটি এখনও মাছ চাষ করে যাচ্ছে। ঐ জায়গার মাটি ভরাটের কাজের দুর্নীতি অনিয়মের অভিযোগ কেউ আমলে নিচ্ছে না। টাকা ভাগ বাটোয়ারা করে নেওয়ার কাহিনী নতুন নয়। স্থানীয় ক্ষমতাসীন দলের একদল নেতার উপর মহলের গোপন তদবীরের কারণে মাটি ভরাটের দুর্নীতি অনিয়মের তদন্ত হচ্ছে না। ডোবার পাশের কপোতক্ষ নদের শেওলা তুলে দিলেই ডোবাটি ভরাট হয়ে যায়। সে কাজটিও করা হয়নি। এখনও ঐ ডোবায় মাছ চাষ করা হচ্ছে।
পানিতে ভরা ডোবাটি পড়ে আছে বছরের পর বছর পর বছর। ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিসহ বাজারের ব্যবসায়ী মহল জানায়, তৎকালীন চেয়ারম্যান অধ্যাপক বজলুর রহমান ১৯৭৮ সালে জেএল ১০৬ এস এ৪২৩৬ হাল দাগ ১৬৬৫৮ ও ১৬৬৫৯ নং দাগের ১ খতিয়ানের ৬৭ শতক জমির মধ্যে ২১ শতক জমিতে কাশিয়াডাঙ্গা বাজার জামে মসজিদ নির্মাণ করেন। ১০শতক জমি ডোবা মাটি ভরাটের জন্য দেড় লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়। ৩৬ শতক সরকারি সম্পত্তিতে দোকান ঘর ও বাজার গড়ে উঠেছে। ডোবার ১০ শতক জমির মধ্যে শেখ আব্দুর রাজ্জাকের পুত্র আকবার আলী ও আলী হোসেন দুই ভাই ১শতক, আলী হোসেনের পুত্র সাগর হোসেন ০০২৫শতক জমিতে টিনের ঘর তুলে দোকান নির্মাণ করেছেন। এতে ফুসে উঠেছে বাজারের ব্যবসায়ী ও অন্যরা।
The post কাশিয়াডাঙ্গা বাজারে একই পরিবারে ৩টি দোকান বরাদ্দ: জনমনে ক্ষোভ appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3ncahrk
No comments:
Post a Comment