Thursday, January 7, 2021

বাইডেনকে কংগ্রেসের আনুষ্ঠানিক স্বীকৃতি https://ift.tt/eA8V8J

প্রেসিডেন্ট জো বাইডেনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে মার্কিন কংগ্রেস। বৃহস্পতিবার কংগ্রেসের এক যৌথ অধিবেশনে এ স্বীকৃতি দেওয়া হয়। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের পরবর্তী ভাইস প্রেসিডেন্ট হিসেবে সরকারিভাবে স্বীকৃতি পেলেন কমলা হ্যারিস।

জর্জিয়াসহ বাকি রাজ্যগুলোতে আনুষ্ঠানিকভাবে জয়ী ঘোষণা করা হয়েছে জো বাইডেনকে। মার্কিন নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রাপ্ত ইলেক্টোরাল ভোট পুনঃগণনার আবেদনসহ রিপাবলিকানদের সব অভিযোগ নাকচ করে দিয়েছেন সিনেটররা।

এদিকে স্থানীয় সময় সকালে ক্যাপিটল হিলের পার্লামেন্টে ট্রাম্প সমর্থকরা তাণ্ডব চালায়। নজিরবিহীন এ ঘটনায় নিহত হন ৪ জন।

পরে এই তাণ্ডব শেষে স্থানীয় সময় রাত ৮টায় পুনরায় অধিবেশন শুরু হয়। অধিবেশনে জো বাইডেনের পক্ষে পেনসিলভানিয়া ও জর্জিয়ায় ইলেক্টোরাল ভোটের রায় আসে। নিশ্চিত হয় ট্রাম্পের চূড়ান্ত পরাজয়।

বাইডেনকে ক্ষমতা হস্তান্তরের শেষ সময়ে এসে ট্রাম্প প্রশাসন বিভিন্ন অরাজনৈতিক পদক্ষেপ গ্রহণ করলেও ট্রাম্পের শেষ রক্ষা হলো না।

The post বাইডেনকে কংগ্রেসের আনুষ্ঠানিক স্বীকৃতি appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/39dbEB4

No comments:

Post a Comment