হার্ট অ্যাটাকে আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়কে পরীক্ষা করতে বেঙ্গালুরু থেকে উড়ে আসছেন ডা. দেবী শেঠি এবং তার টিম। উডল্যান্ডস হাসপাতালের দশ সদস্যের মেডিকেল বোর্ডের সঙ্গে বৈঠক করে তারা সিদ্ধান্ত নেবেন সৌরভের বাকি দুটি ধমনীর ব্লকেজ খুলতে আর স্টেন্ট বসানোর দরকার আছে কিনা।
উডল্যান্ডস সূত্রে জানা গেছে, এই সিদ্ধান্ত হতে পারে আজ সোমবারই। রোববার রাতেও সৌরভ ভাল ঘুমিয়েছেন। ব্রেকফাস্ট করেছেন। স্বাভাবিক কথাবার্তাও বলেছেন। তবে, সম্ভবত তার এখন বাইপাস সার্জারির প্রয়োজন হবে না। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর কিছুদিন সৌরভকে পূর্ণ বিশ্রামে থাকতে হবে জানিয়েছেন চিকিৎসকরা।
রোববার সৌরভকে দেখতে শিলিগুড়ি থেকে উড়ে আসেন পারিবারিক বন্ধু ও বামফ্রন্টের প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচাৰ্য।
ক’দিন আগেই সৌরভের বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলেন তিনি। অশোক বাবুর ধারণা রাজনীতিতে আসা, না আসার মানসিক চাপ সহ্য করতে পারেননি সৌরভ। এদিন মহারাজকে দেখতে হাসপাতালে যান তৃণমূল বিধায়ক বৈশালী ডালমিয়া ও রাজ্যের মন্ত্রী অশোক ভট্টাচাৰ্য। সোমবার আসতে পারেন অমিত শাহের পুত্র, ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ ও প্রাক্তন বোর্ড সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর।
উডল্যান্ডস এর বাইরে প্রতিদিনই ভিড় হচ্ছে। দাদা, গেট ওয়েল সুন, বোর্ড নিয়ে দাঁড়িয়ে থাকছেন অনেকেই।
The post সৌরভকে পরীক্ষা করতে আজ কোলকাতায় আসছেন ডা. দেবী শেঠি appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3pM6YZE
No comments:
Post a Comment