Tuesday, January 26, 2021

শ্যামনগরে ইটভাটা কাজে ব্যবহৃত ডাম্পারের চাকায় পিষ্ঠ নারী শ্রমিক https://ift.tt/eA8V8J

শ্যামনগরে ইটভাটা কাজে ব্যবহৃত ডাম্পারের চাকায় পিষ্ঠ হয়ে জহুরা খাতুন (৪০) নামে এক মহিলা শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৭ টার দিকে শ্যামনগর-কালিগঞ্জ মহাসড়কের বকুলের ইটভাটা নামক স্থান দূর্ঘটনাটি ঘটে।

তিনি শ্যামনগর উপজেলার খানপুর (ইছাকুড়) গ্রামে নুরুজ্জামান কাগুচির স্ত্রী।
প্রত্যক্ষদর্শী শহিদুল কাগুচি জানান, সকালে ক্ষেতে কাজ করতে যাওয়ার সময় পথিমধ্যে বকুলের ইটভাটার কাছে পৌছালে বেপরোয়া গতিতে চলা মাটি ভর্তি ডাম্পারের চাকায় পিষ্ঠ হয়ে গুরুতর আহত হয় জহুরা।

দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ পলাশ তাকে মৃত ঘোষণা করেন।

শ্যামনগর প্রতিনিধি:

The post শ্যামনগরে ইটভাটা কাজে ব্যবহৃত ডাম্পারের চাকায় পিষ্ঠ নারী শ্রমিক appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3iU2bmP

No comments:

Post a Comment