Sunday, January 3, 2021

তালার সদর প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও ইকবাল হোসেনকে বিদায়ী সংবর্ধনা https://ift.tt/eA8V8J

তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেনকে তালা সদর প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। রবিবার সকালে তালা সদর প্রেসক্লাবের সভাপতি আব্দুল জব্বারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আকবর হোসেনের পরিচালনায় এ সংবর্ধনা দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, তালা প্রেসক্লাবের সভাপতি প্রণব ঘোষ বাবলু, তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবায়দুল হক, তালা থানার ওসি মেহেদী রাসেলসহ স্থানীয় সাংবাদিকরা। উল্লেখ্য, তালা উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন ইতোমধ্যে গোপালগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি পেয়েছেন। তিনি ২০১৯ সালের জুলাই মাসে তালা উপজেলায় যোগদানের পর থেকে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে দৃষ্টান্ত স্থাপন করেছেন। তালা উপজেলার মাটি ও মানুষের সাথে মিশে যাওয়া ইউএনও মো. ইকবাল হোসেন তার মেধা, সততা, কর্মদক্ষতা, মানবিকতা, যেখানে সমস্যা সেখানেই ছুটে গিয়ে সমাধান করাসহ বিভিন্ন মানবিক গুণাবলীর কারণে জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছিলেন।

The post তালার সদর প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও ইকবাল হোসেনকে বিদায়ী সংবর্ধনা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/38XaREn

No comments:

Post a Comment