Saturday, January 2, 2021

কালিগঞ্জের মৌতলায় ছিন্নমূল ও এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ https://ift.tt/eA8V8J

বিশেষ প্রতিনিধি: মৌতলা ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে কালিগঞ্জে ছিন্নমূল ও এতিম শিশুদের মাঝে শনিবার (২জানুয়ারী) শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মৌতলা ব্লাড ফাউন্ডেশনের পরিচালক সৈয়দ সাকিব আলম জানান, মৌতলা ব্লাড ফাউন্ডেশন দীর্ঘদিন যাবত রক্তদানের পাশাপাশি আর্তমানবতায় সেবায় ভূমিকা রাখছে। এরই ধারাবাহিকতায় প্রচন্ড ঠান্ডায় কষ্ট পাওয়া ৩শ’ ছিন্নমূলসহ এতিম শিশুর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শীতবন্ত্র বিতরণকালে মৌতলা ব্লাড ফাউন্ডেশনের ইমরান হোসেন, মঞ্জুরুল ইসলাম মাকফি, খান পলাশ, কাজী সৌখিন, জাকির হোসেন, মোহাম্মাদ রাজু, বিশান অভি, সুমন সরদার, কাজী ফয়েজ, শেখ শাহরুখ, শেখ জাকির, তন্ময়, সাগর, বিপ্লব ভাইয়া, মোল্লা মুছা, সাথী পারভীন, সাজু, নাঈম, আরিফা ইসলাম, সাইদুল ইসলামসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

The post কালিগঞ্জের মৌতলায় ছিন্নমূল ও এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3rPszSK

No comments:

Post a Comment