Monday, January 25, 2021

দেবহাটা উপজেলা মাসিক আইন-শৃংখলা কমিটির সভা https://ift.tt/eA8V8J

দেবহাটা ব্যুরো: দেবহাটা উপজেলা মাসিক আইন-শৃংখলা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উক্ত মাসিক সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আব্দুল লতিফ, দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরী, দেবহাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, জেলা পরিষদের সদস্য আল ফেরদাউস আলফা, পারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, কুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছাদুল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত আবুল কাশেম, উপজেলা ইমাম সমিতির সভাপতি আব্দুস সাত্তার, দেবহাটা হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, টাউন শ্রীপুর বিওপি কোম্পানী কমান্ডার সুবেদার ইব্রাহিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। সভায় আইন-শৃংখলা, চোরাচালান, বাল্যবিবাহ প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

এদিকে দেবহাটা উপজেলা করোনা ভাইরাস কোভিট-১৯ মহামারী মোকাবেলা প্রতিরোধ কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২টায় উপজেলা স্বাস্থ্য সেবা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তারের সভাপতিত্বে এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আব্দুল লতিফের সঞ্চলনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রনজিৎ রায়, দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরী, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ, একাডেমিক সুপার ভাউজার মিজানুর রহমানসহ করোনা প্রতিরোধ কমিটির অন্যান্য সদস্য। সভায় করোনা প্রতিরোধ এবং ভ্যাকসিন প্রয়োগ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

The post দেবহাটা উপজেলা মাসিক আইন-শৃংখলা কমিটির সভা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3qUIX3p

No comments:

Post a Comment