পত্রদূত ডেস্ক: সাতক্ষীরায় র্যাবের অভিযানে এক সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাকত আসামী গ্রেপ্তার হয়েছে। সোমবার (৪ জানুয়ারি) র্যাবের সিনিয়র এএসপি মো. বজলুর রশীদের নেতৃত্বে র্যাব-৬, সিপিস-১ এর সদস্যরা গোপন সংবাদের মাধ্যমে সাতক্ষীরার তালা থানার আটুলিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন। আটক আসামীর নাম আব্দুল হামিদ মোড়ল। সে তালা থানার আটুলিয়া গ্রামের মৃত আছমানতুল্যার ছেলে।
আটক আব্দুল হামিদ মোড়ল সেসন ১০৬৫/১৮, ৭৭৩/২০১৮ প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত ও স্পেশাল ট্রাইবুনাল-৫, যশোর এর ১৮৮১ সালের এন আই এ্যাক্টের ১৩৮ ধারার মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী। তাকে যশোর জেলার প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত ও স্পেশাল ট্রাইবুনাল-৫ এ হস্তান্তর করা হয়েছে।
The post সাতক্ষীরায় র্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত পলাকত আসামী গ্রেপ্তার appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2X61Hjo
No comments:
Post a Comment