Wednesday, January 6, 2021

মানুষের সেবায় কাজ করতে চান কাউন্সিলর সাগর https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ডে টানা ২২ বছর কাউন্সিলর পদে দায়িত্ব পালন করছেন শেখ শফিক উদ দৌলা সাগর। আগামী পৌরসভা নির্বাচনে ৯নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হিসেবে আবারো মাঠে নেমেছেন তিনি।

সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ডে দীর্ঘদিনের অবহেলিত এলাকায় রাস্তাঘাট নির্মাণ, জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণসহ উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিয়েছেন পৌর কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর। অবেহেলিত অনেক গ্রামে বিদ্যুতের লাইন, টিউবওয়েল স্থাপন, প্রতিবন্ধীদের মাঝে হইল চেয়ার এবং করোনা পরিস্থিতি মোকাবেলায় কর্মহীন পরিবারে খাদ্য সহায়তা প্রদান করে দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। এছাড়া ধারাবাহিকভাবে প্রতিবছর শীতের সময় অসহায় শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ, ঈদ ও পূজার সময় দুস্থদের মাঝে সেমাই-চিনি অন্যান্য সামগ্রী বিতরণ এবং ডেঙ্গু মশার উপদ্রব কমাতে এলাকায় মশা নিধন স্প্রেসহ বর্তমানে করোনা প্রতিরোধে বিভিন্ন এলাকায় সচেতনতামূলক উঠান বৈঠক, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও লিফলেট বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন।

পৌর কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর বলেন, ‘আমার এলাকায় মধ্যবিত্ত ও গরীব পরিবারের সংখ্যা অনেক বেশি। আমি এই ওয়ার্ডের সেবক হিসেবে কাজ করে যাচ্ছি। ইতোমধ্যে আমি ৪৭৫ জনকে বয়স্ক ভাতা, ১০২ জনকে বিধবা ভাতা, ১৯০ জনকে প্রতিবন্ধী ভাতার কার্ড করে দিয়েছি এবং এখনও যারা এই তালিকাভুক্তির আওতায় আসছে তাদের সেবা প্রদানের চেষ্টা করে যাচ্ছি। এছাড়া রাস্তাঘাট, ড্রেন, কালভার্ট নির্মাণ, টিউবওয়েল স্থাপন, বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নসহ বয়স্কভাতা, বিধবা ভাতা, মাতৃকালীন ভাতা ও প্রতিবন্ধীদের জন্য ভাতার ব্যবস্থা বৃদ্ধি করেছি। বর্তমানে প্রায় দেড় কোটি টাকার মতো উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। আগামী জুন মাসের মধ্যে সকল কাজ সম্পন্ন করা হবে। আমার আমার জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমি মানুষের সেবায় কাজ করে যেতে চাই।

The post মানুষের সেবায় কাজ করতে চান কাউন্সিলর সাগর appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3ojEhmM

No comments:

Post a Comment