নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় ছাত্রলীগের গৌরবের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে উৎসবের আলোকচ্ছটায়। কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে সাতক্ষীরায় বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। জেলা ছাত্রলীগের আয়োজনে সোমবার দুপুরে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে উক্ত কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য।
জেলা ছাত্রললীগ নেতা কাজী হাশিম উদ্দিন হিমেলের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সরকারি কলেজ ছাত্রলীগের প্রতিষ্ঠাতা জিএস ও জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎ¯œা আরা, জেলা যুবলীগের সদস্য মীর মহিতুল আলম মহি, জেলা সৈনিক লীগের সভাপতি মাহমুদ আলী সুমন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী আকতার হোসেন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পার্ঘ্য অর্পণ করেন এমপি রবিসহ অতিথিবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক উর্দ্ধতন সহ-সভাপতি কাজী সাদিক দ্বীপ।
The post সাতক্ষীরায় ছাত্রলীগের গৌরবের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হলো উৎসবের আলোকচ্ছটায় appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3ncOYGl
No comments:
Post a Comment