বেনাপোল (যশোর) প্রতিনিধি: জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে যশোরের শার্শা অগ্রভুলোট গ্রামে প্রকাশ্য দিবালোক মামাকে খুন করে সীমান্ত দিয়ে ভারতে পালিয়েছে ভাগ্নেরা। এঘটনায় রাতেই নিহতের ভাই লিয়াকত আলী বাদী হয়ে ৫জনের নামে মামলা করেছেন।
পুলিশ ও নিহতের স্বজনেরা জানান, জমিজমা সংক্রান্তের জেরে শনিবার দুুপুরে অগ্রভুলোট গ্রামের মাজহারুলের ছেলে মামুনের সাথে কথাকাটি হয় তার মামা একই গ্রামের চান আলী (চান্দালীর) ছেলে আবু বক্কারের। বিষয়টি জানতে পেরে বক্কারের বড় ভাই মুক্তার আলী ভাগ্নেদের বাসাই যেয়ে বিষয়টি সুরাহার কথা বলে বাড়িতে চলে আসেন। পরক্ষণেই উত্তেজিত হয়ে হত্যাসহ একাধিক মামলার আসামী মামুন ও তার ভাই মাসুদ আসাদুল ও আয়শা এসে দিনে দুপুরে-প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে মুক্তারকে। পুলিশ সন্ধ্যায় ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
The post যশোরের শার্শায় প্রকাশ্যে মামাকে খুন: ৫ জনের নামে মামলা appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/38b16TU
No comments:
Post a Comment