২৫ জানুয়ারি সকাল ১০টায় শামনগর উপজেলা পরিষদ হলরুমে বে-সরকারি উন্নয়ন সংস্থা সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর পরিচালনায় সাস টেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট এসসিএমএফপি (কম্পোনেন্ট-৩) এর উপজেলা অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
শ্যামনগর উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে বে-সরকারী উন্নয়ন সংস্থা সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর ব্যবস্থাপনায় কর্মশলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন- ১০৮ সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য এসএম জগলুল হয়দারা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মৎস্য অধিদপ্তরের খুলনা বিভাগের উপ-পরিচালক কৃষিবিদ নারায়ন চন্দ্র মন্ডল, জেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মো. মশিউর রহমান, শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন, খুলনা বিভাগের উপ-প্রকল্প পরিচালক কৃষিবিদ সরোজ কুমার মিস্ত্রী, খুলনা আঞ্চলিক সমন্বয়কারী আব্দুল বারী আনছারী, শ্যামনগর থানার ওসি নামজুল হুদা, বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমাল মন্ডল, মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোড়ল, ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির শ্যামনগর উপজেলার সভাপতি বীরমুক্তিযোদ্ধা ডাক্তার আলী আশরাফ, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক জাহিদ সুমন, শ্যামনগর উপজেলা রিপোটার্স ক্লাবের সভাপতি ও এনজিও সমন্বয়কারী গাজী আল-ইমরান, সাংবাদিক মেহেদী হাসান মারুফ, সাংবাদিক মুনছুর আলম, সাংবাদিক শাহীন আলমসহ বিভিন্ন প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সাংবাদিক, মৎস্যবীজি সমিতির সদস্যবৃন্দ, এসডিএফ সংস্থার কেন্দ্রীয় ও বিভাগীয় পর্যায়ের কর্তকর্তা-কর্মচারীবৃন্দ, কোস্টগার্ড প্রতিনিধি, জেলে-বওয়ালীয়া প্রতিনিধি, উপকারভোগী সদস্য প্রতিনিধি, শ্যামনগর উপজেলা মৎস্য অফিসের স্টাফ বৃন্দ ও এসডিএফ সংস্থার ক্লাস্টার অফিসার হারুনার রশিদ সহ প্রমুখরা। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, শ্যামনগর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব আব্দুল হাই সিদ্দিকী। হতদরিদ্র জেলেদের নিয়ে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের ১০টি গ্রামে জেলেদের নিয়ে প্রকল্পটি কাজ শুরু করেছে বলে কর্তৃপক্ষগণ জানিয়েছেন।
The post শ্যামনগরে এসডিএফ সংস্থার উপজেলা অবহিতকরণ কর্মশালা appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3iM6qAS
No comments:
Post a Comment