Tuesday, January 5, 2021

দেবহাটা উপজেলা চেয়ারম্যান হিসেবে মুজিবর রহমানের শপথ গ্রহণ https://ift.tt/eA8V8J

নির্বাচন পরবর্তী শপথ গ্রহণ করেছেন দেবহাটা উপজেলা পরিষদের নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান।

বুধবার খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন তিনি। এ সময় খুলনা বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মুজিবর রহমানকে শপথ বাক্য পাঠ করান।

অনুষ্ঠানে দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শরৎ চন্দ্র ঘোষ, সাবেক সাধারণ সম্পাদক শেখ আব্দুর রউফ, যুগ্ম সম্পাদক আনোয়ারুল হক, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর গাজী, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, আওয়ামী লীগ নেতা শরীফ বিশ্বাস, বিধান বর্মন, আব্দুল খালেক ভোলা, প্রাণনাথ দাশ, ইউপি সদস্য আবুল কাশেম, নুরজামান সরদার, যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, ছাত্রলীগের সাধারণ সম্পাদক এইচ সোহাগ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর অনুষ্ঠিত দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে ২৫ হাজার ৪শ ৬৪ ভোট পেয়ে মুজিবর রহমান উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।

দেবহাটা ব্যুরো:

The post দেবহাটা উপজেলা চেয়ারম্যান হিসেবে মুজিবর রহমানের শপথ গ্রহণ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/399bmLA

No comments:

Post a Comment