বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের বাজার তদারকি টিম (২৫ জানুয়ারি) মঙ্গলবার সাড়ে ১০টায় সাতক্ষীরা সদরের ছয়ঘরিয়া মোড়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সনি ব্রিকস ও নীট ব্রিকস ফিল্ডে প্রশাসনিক ব্যবস্থায় একলক্ষ টাকা জরিমানা আদায় করেছে।
জেলা ক্যাব সদস্য মো. সাকিবুর রহমান ও জেলা পুলিশ এসআই মো. রকিবুল আলম সঙ্গীয় পুলিশ ফোর্স সহায়তায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-০৯ বাস্তবায়নে সদরের ছয়ঘরিয়া মোড়ে সনি ব্রিকস ও নীট ব্রিকস ফিল্ড পরিদর্শন করেন সাতক্ষীরাতে অতিরিক্ত দায়িত্বরত সহ-পরিচালক শিকদার শাহিনুর আলম। পরিদর্শনকালে সনি ব্রিকস ও নীট ব্রিকস ফিল্ডে ইটের সাইজ পরিমাপের কারচুপিতে প্রশাসনিক ব্যবস্থায় ৫০ হাজার টাকা করে একলক্ষ জরিমানা করা হয়। এসকল প্রতিষ্ঠানে প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-০৯’র ৪৮ ধারা লংঘন অপরাধে। এছাড়া করোনা-১৯ সময়ে বড় বাজার সড়কে কাদের ট্রাভেলসের বিরুদ্ধে একজন ভোক্তার অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিক ওই ভোক্তেকে জরিমানার ২৫% ১২ শত ৫০ টাকা ক্ষতিপূরণ প্রদান করা হয়েছে। প্রেসবিজ্ঞপ্তি
The post ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সনি ও নীট ব্রিকস পরিদর্শন appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3iKVgfz
No comments:
Post a Comment