বুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধি
বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তাসহ বুধবার দূপূরে নীলডুমুর বাজারে চোরাইকৃত ৫০কেজি মধু বিক্রি কালে এই মধু আটক করে, সুন্দরবনের মধু আহরণের আর মাত্র কয়েকদিন বাকি থাকলেও বর্তমান সময়ে বাজারে পাওয়া যাচ্ছে সুন্দরবনের মধু ৮০০ টাকা থেকে ৮০০ টাকা দরে মধু কিনতে। সুন্দরবন থেকে মধু কিভাবে ও কালাদা সুন্দরবন থেকে কেটে নিয়ে আসছে এ বিষয়ে জানতে চাইলে প্রকৃত মওয়ালীরা বলে মাছ ও কাকঁড়ার পাস নিয়ে বেশ কিছু অসাধু জেলে এই মধু কেটে নিয়ে আসতেছে। মওয়ালী আলী আজগর আলি বলে এবছর চোরাই দল যেভাবে মধু সংগ্রহ করছে আগামী তে পাস নিয়ে আমরা আর মধু পাবো বলে মনে হচ্ছে না তবে বনবিভাগ সহ সকল প্রশাসন যদি কঠর ভাবে টহল দেয় তাহলে মধু পাচার বন্ধ হয়ে যাবে। সুন্দরবন থেকে কিভাবে এত মধু পাচার হচ্ছে জানতে চাইলে বনবিভাগের কাছে বন বিভাগ বলে এত বড় সুন্দরবন কে কিভাবে যাচ্ছে জানা বড় কঠিন তবে আমরা সকল টহল ফাঁড়িতে কঠোরভাবে আদেশ দিয়েছি কোন জেলেদের নৌকায় মধু পাওয়া যায় তাহলে পাস থাকলেও তাকে ছেড়ে দেওয়া হবে না তাদেরকে বন আইনে এনে শাস্তি দিতে হবে। বুধবার দুপুরে নীলডুমুর বাজারে আটককৃত মধু এই মধুর মামলা হয়েছে কিনা জানতে চাইলে বনবিভাগ বলে মামলার প্রস্তুতি চলছে।
The post সুন্দরবন থেকে অবৈধভাবে মধু পাচার করে নিয়ে আসার পরে বনবিভাগের হাতে আটক appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3spxREC
No comments:
Post a Comment