খৈয়াম কাদের
মৃত নগরের পথে
এখনও হেঁটে চলে
নীল কালো হাঁস আর
মুখ ঢাকা মুখোশের শাদা উপহাস!
শিকেয় ঝুলিয়ে রাখা
রাতের রোদন জেগে ওঠে
সূর্যের সমুখে হাসে
বাজিকর বিতানের ডানাঅলা মাছ!
বাকসের ভেতরে মানুষ কাঁদে
বাঁশতলে ব’সে ভাবে
মাদার পীর ও গাজীর গেলাপ
ডানাঅলা মাছগুলি ইতোসরে ব’নে যায়
উড়োজাহাজের দাদা
দূরের আকাশে বানায় সুগঞ্জ বসতের পাড়া
নগরের পিঁপড়ে সকল
রৌদ্রের উত্তাপ খোঁজে
অবঃশেষে বোঝে
এ তাপ হারিয়ে গেছে
কৃষ্ণগহ্বরে, এখানে
বিরাজ করে মনুষ্যভাগ্যের আদি পরিহাস!
The post ডানাঅলা মাছ appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/39iFS6F
No comments:
Post a Comment