Saturday, April 24, 2021

সাতক্ষীরা মেডিকেলে করোনা আক্রান্ত হয়ে মাদারীপুরের এক ব্যক্তির মৃত্যু https://ift.tt/eA8V8J

আরিফ মাহমুদ, নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এনায়েত (৬২) নামে আরো এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার (২৪ এপ্রিল) বেলা ২টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ফ্লু কর্নারে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত ওই রোগীর মৃত্যু হয়। এ নিয়ে হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে মৃত রোগীর সংখ্যা দাঁড়ালো ৪১ জনে।

মৃত এনায়েতের গ্রামের বাড়ি মাদারীপুরে। তিনি ওই জেলার পাকদী এলাকার এরফানের পুত্র।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এনায়েত গত ২২ এপ্রিল তারিখে জ্বর, শ্বাসকষ্টসহ করোনা আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। শনিবার (২৪ এপ্রিল) বেলা ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

The post সাতক্ষীরা মেডিকেলে করোনা আক্রান্ত হয়ে মাদারীপুরের এক ব্যক্তির মৃত্যু appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3sO3SFV

No comments:

Post a Comment